ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজস্থান রয়্যালসের নতুন পেস বোলিং কোচ মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
রাজস্থান রয়্যালসের নতুন পেস বোলিং কোচ মালিঙ্গা

এক মৌসুম আগেও মুম্বাই ইন্ডিয়ান্সের অংশ ছিলেন লাসিথ মালিঙ্গা। তবে এবার শিবির পাল্টেছেন তিনি।

নতুন আসরে রাজস্থান রয়্যালসের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে এই লঙ্কান কিংবদন্তিকে।

১৭০টি উইকেট নিয়ে আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি মালিঙ্গা। আইপিএল ক্যারিয়ারের অধিকাংশ সময় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই সাবেক ফাস্ট বোলার ২০১৮ সালে একই দলের বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেছিলেন। এরপর চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি শ্রীলঙ্কা দলের বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এবার ফের আইপিএলে ফিরলেন বোলিং কোচ হিসেবে।

রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফে মালিঙ্গা পাচ্ছেন তার একসময়ের জাতীয় দলের সতীর্থ কুমার সাঙ্গাকারাকে। যিনি রাজস্থানের প্রধান কোচ। এক মাস দলের সঙ্গে থেকে কাজ করবেন মালিঙ্গা। আইপিএলের বাকি অংশে তিনি ভার্চুয়ালি যুক্ত থাকবেন।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।