ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন, জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন, জানালেন সাকিব

বিসিবিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে সাকিব আল হাসান জানালেন, তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন।

এর আগে সাকিবের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে তার সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন পাপন।

আলোচনায় তাদের সঙ্গে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সাকিব নিজেই জানান তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। যদিও এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামের কথা বলে গত ৬ মার্চ বিজ্ঞাপনের কাজে দুবাই গিয়েছিলেন সাকিব। বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে তিনি যাবেন না। তার এই বক্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। এরপর বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে দেশে ফেরেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের সদস্যরা ইতোমধ্যে দেশ ছেড়েছেন।

এদিকে সাকিবের পর পাপন নিজেও সাকিবের দ.আফ্রিকায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল (রোববার, ১৩ মার্চ) সাকিব দ.আফ্রিকার উদ্দেশে রওয়ানা দেবে।

পাপন বলেন, ‘সাকিব মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত, তবে সে দেশে ফিরে আমাকে জানিয়েছে দক্ষিণ আফ্রিকায় যাবে। ওখানে গিয়ে দুই ফরম্যাটেই সে খেলবে। ’

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।