ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

শেখ জামালে খেলবেন মুশফিক-মিরাজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
শেখ জামালে খেলবেন মুশফিক-মিরাজ

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বেশ শক্তিশালী দল গঠন করেছিল মোহামেডান। তবে শিরোপা তো দূরের কথা সুপার লিগে পর্বেই ওঠা হয়নি ঐতিহ্যবাহী দলটির।

লিগ শেষ করেছে সপ্তম স্থানে থেকে।  

অথচ মোহামেডান তাদের ডেরায় মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে রিটেইন করার পাশাপাশি মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছিল।  

অন্যদিকে দলের বিদায়ে বিপাকে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফর শেষে ফেরা মুশফিক ও মিরাজ। দল সুপার লিগে না উঠায় তাদের প্রিমিয়ার লিগে খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ডিপিএলে খেলা হচ্ছে তাদের, মাঠে নামবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।

লিগের বাইলজ অনুযায়ী যদি নির্দিষ্ট খেলোয়াড় কোনো দলের হয়ে একটি ম্যাচও না খেলে এবং সেই দলের খেলা শেষ হয়ে গেলে দলের অনুমতি সাপেক্ষে সেই খেলোয়াড় আরেক দলে খেলতে পারে। সেই নিয়মেই মুশফিক-মিরাজ শেখ জামালে খেলছেন।

মুশফিক-মিরাজকে পেয়ে প্রথমবারের মতো শিরোপার জয়ের স্বপ্ন দেখছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের টিম ডিরেক্টর শানিয়ান তামিম, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ডিপিএল ২০২২ এর সুপার লিগে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজকে আমাদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দুর্দান্ত খেলতে থাকা দলটির জন্য এটি হবে একটি বাড়তি সুবিধা। তাদের অভিজ্ঞতা ও মেধা দিয়ে এবারের চ্যাম্পিয়নশিপ জিততে আমাদের সাহায্য করতে পারবেন। শিরোপা জিততে পারলে সেটি হবে বিশেষ এক অর্জন যা ক্লাবটির ইতিহাসে প্রথম। ’

সূত্র: কালের কণ্ঠ

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।