ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনায় আক্রান্ত দিল্লির ক্রিকেটার, কোয়ারেন্টিনে মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
করোনায় আক্রান্ত দিল্লির ক্রিকেটার, কোয়ারেন্টিনে মোস্তাফিজরা

সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের একজন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যে কারণে পুরো দল এখন কোয়ারেন্টিনে আছে।

মোস্তাফিজুর রহমানদের পরবর্তী ম্যাচ পুনেতে হওয়ার কথা ছিল। করোনার কারণে তারা আপাতত পুনেতেও যাচ্ছে না।

খেলোয়াড়দের ফের কোভিড পরীক্ষা করা হবে। এর আগে, দিল্লি ক্যাপিটালসের দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন। তা সত্ত্বেও শনিবার (১৬ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামে দিল্লি।

এদিকে, আগামী বুধবার (২০ এপ্রিল) পুনেতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার কথা দিল্লির। দিল্লি দলে করোনা হানা দেওয়ায় ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নিবে বিসিসিআই।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘন্টা, এপ্রিল ১৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।