ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ছেলে সন্তানের বাবা-মা হলেন নাসির-তামিমা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
ছেলে সন্তানের বাবা-মা হলেন নাসির-তামিমা

পুত্র সন্তানের বাবা-মা হলেন নাসির-তামিমা দম্পতি। গত ৮ এপ্রিল ছেলে সন্তান এসেছে তাদের কোলজুড়ে।

তবে সোমবার (১৮ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাসির নিজেই।

সংসারে নতুন অতিথির আগমনের বার্তা অবশ্য আগেই দিয়েছিলেন নাসির-তামিমা দম্পতি। গত ২৫ ফেব্রুয়ারি তামিমার বেবি বাম্পের ছবি দিয়েই সেটি জানান দিয়েছিলেন নাসির।

যদিও আলোচিত এই দম্পতির বিয়ের বিষয়টি নিয়ে জল কম গড়ায়নি। সেই জল এখনো জমে আছে আদালতে। তবে বিষয়টি আদালতের কাছেও জানিয়েছিলেন আলোচিত এই দম্পতি। গত বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবীর মাধ্যমে আদালতকে বিষয়টি অবগত করেছিলেন। তখন তামিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও দাবি করেন নাসির।

এর আগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। পরে তামিমার বিরুদ্ধে মামলা করেন তার আগের স্বামী রাকিব হাসান।  

মামলায় তিনি অভিযোগ করেন, তাকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন। এ মামলায় আত্মসমর্পণের পর জামিন পান নাসির-তামিমা।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।