আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের তারকা মিচেল মার্শ করোনায় আক্রান্ত হয়েছেন। এবার জানা গেল, অজি অলরাউন্ডারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। দলের মেডিকেল টিম মার্শের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, মার্শের শরীরে করোনার উপসর্গ রয়েছে। তাই কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দিল্লি টিম কর্তৃপক্ষ জানিয়েছে, দলটির জৈব সুরক্ষা বলয়ে থাকা আরও কয়েকজন সদস্য, সহকারী সাপোর্ট স্টাফরাও করোনা পজিটিভ হয়েছেন। যদিও তারা সবাই উপসর্গহীন। তবে তাদের শারীরিক অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখা হয়েছে। তাছাড়া জৈব সুরক্ষা বলয়ে থাকা বাকি সদস্যরা বর্তমানে তাদের নিজেদের ঘরে আইসোলেশনে রয়েছেন এবং তাদের নিয়মিত পরীক্ষা করা হবে।
এখন পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের মোট চারজনের কোভিড পজিটিভ রেজাল্ট এসেছে। মার্শ ছাড়াও ফিজিও প্যাট্রিক ফারহার্ট এবং দুইজন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। অবশ্য দ্বিতীয়বারের পিসিআর টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। তবে আরও এক দফা পরীক্ষা করানো হবে তাদের। করোনা হানার কারণে দিল্লি ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচটির ভেন্যুতেও বদল এসেছে। পুনের বদলে আগামীকাল বুধবারের ম্যাচটি মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এমএইচএম