নিজেদের ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশটিতে জ্বালানি, বিদ্যুৎ ও খাবারের ঘাটতি দেখা দেখা দিয়েছে।
তীব্র জ্বালানি সংকটের কারণে শ্রীলঙ্কার পেট্রোল পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মানুষজন। তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য হাজির হচ্ছেন ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ও আইসিসি এলিট প্যানেল ম্যাচ রেফারি মহানামা। নিজ হাতে বিতরণ করছেন গ্লাসের পর গ্লাস চা ও বানরুটি। টুইটারে নিজেই বিষয়টি জানিয়েছেন তিনি। তার এমন মহৎ কাজের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
এক টুইটে খাবার বিলি করার ছবি পোস্ট করে মহানামা লিখেছেন, 'আমরা কমিউনিটি মিল চালু করেছি। প্রতি সন্ধ্যায় চা ও বানরুটি বিতরণ করছি। আশেপাশের পেট্রোল পাম্পগুলোতে আসা মানুষজন সেগুলো গ্রহণ করছেন। '
শ্রীলঙ্কায় প্রতিদিনই পেট্রোল পাম্পগুলোতে মানুষের লাইন লম্বা হচ্ছে। ফলে লাইনে দাঁড়ানো মানুষজন স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বিষয়টি মনে করিয়ে দিয়ে সবাইকে একে অপরের পাশে থাকার আহ্বান জানান মহানামা। সেই সঙ্গে সবাইকে শ্রীলঙ্কার জাতীয় জরুরি সেবা নম্বরে (১৯৯০) কল দেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ২০, ২০২২
এমএইচএম
Yesterday, 19th June, we gave meals for the people in Buthgamuwa thanks to the kind donation from my friends in the UK and we have been able to give more than 1250 meals in the last few days. We hope to cover a larger area in Buthgamuwa on a regular basis from this week onwards. pic.twitter.com/KX655GLVgx
— Roshan Mahanama (@Rosh_Maha) June 20, 2022