ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ: ডমিঙ্গো

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ: ডমিঙ্গো

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ। কোনো রকমে সুপার টুয়েলভে ওঠলেও ওই পর্বে একটি ম্যাচও জিততে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল।

মূল পর্বের লড়াই বাংলাদেশ সর্বশেষ ম্যাচ জিতেছিল সেই ২০০৭ সালে।

চলতি বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এই বিশ্বকাপকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন রাসেল ডমিঙ্গো। শনিবার (১৬ জুলাই) তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর।

এর আগে রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওয়ানডে বিশ্বকাপ এখনও ১৫ মাস দূরে। এখনও অনেক সময় আছে, অনেক ম্যাচ খেলা হবে। এখন টি-টোয়েন্টি বিশ্বকাপেই মনোযোগ দেওয়া উচিৎ। আমাদের আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে। বাংলাদেশ কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জিতেনি (মূল পর্বে)। তাই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটই আমাদের মূল চ্যালেঞ্জ। ’

‘একইসাথে ম্যাচ জিততেও আমরা মরিয়া। আমাদের ভালো বোলিং অ্যাটাক আছে। চাপ সামলানো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মত একটি ক্রিকেটপ্রেমী দেশের ক্রিকেটাররা অনেক চাপ অনুভব করে। মানুষ কী বলছে, মিডিয়া কী বলছে এসব চাপ সৃষ্টি করে। তাই মনোযোগ ধরে রাখতে হবে, শান্ত থাকতে হবে, প্রতি বল নিয়ে ভাবতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।