ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচশেষে সিকান্দার রাজা

‘বাংলাদেশের কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু ম্যাচে স্কিলের সঙ্গে স্কিলের লড়াই’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
‘বাংলাদেশের কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু ম্যাচে স্কিলের সঙ্গে স্কিলের লড়াই’

বাংলাদেশের ঘরোয়া লিগগুলোতে নিয়মিত মুখ সিকান্দার রাজা। কখনো বিকেএসপি, কখনো বা ঢাকার বাইরের কোনো মাঠে তার সেলফির দেখা পাওয়া যায় বছরজুড়ে।

জিম্বাবুয়ের এই ক্রিকেটার নিজেই বলেন, বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি।  
 
শনিবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন তিনি। তার ৭ চার ও ৪ ছক্কায় ২৬ বলে ৬৫ রানের ইনিংসে ভর করে জিম্বাবুয়ে জিতেছে ১৭ রানে। বাংলাদেশে খেলেই কি মোস্তাফিজুর রহমানদের ভালোভাবে চিনেছেন? সেটাই কাজে লাগিয়েছেন মাঠে?

সংবাদ সম্মেলনে রাজা বলেছেন, ‘এটা সত্যি বাংলাদেশ আমাকে অনেক সুযোগ দিয়েছে আর আমি সবসময় সেটার জন্য কৃতজ্ঞ। কিন্তু যখন আপনি জাতীয় দলে খেলবেন এটা স্কিলের বিপক্ষে স্কিলের লড়াই। তারা আমাকে নিয়ে বিশ্লেষণ করেছে, আমিও। আমরা যত খেলবো, তত একে-অপরকে চিনব। ’

‘যদি আমি তাদের ব্যাপারে জানি, তাহলে তারাও আমাকে জানে। আমার জন্য এটা সবসময় স্কিলের বিপক্ষে স্কিলের লড়াই। আপনি নিজের স্কিল ম্যাচের দিন টেবিলে রাখতে হবে আর প্রতিপক্ষকে ছিটকে দিতে হবে। আমার কাছে এটাই ব্যাপার। ’

দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববারই মাঠে নামবে দুই দল। রাজার মতে তাই প্রথম ম্যাচ নিয়ে পড়ে থাকার সুযোগ নেই তাদের। এই জয়কে পেছনে ফেলেই সামনে এগিয়ে যেতে চান তিনি, ‘যেকোনো জায়গায়, যেকোনো জয়ে খুব ভালো অনুভব হয়। আমার মনে হয় কিছু উত্তর বদলায় না। ’

‘প্রতিটা ভালো ও খারাপ পারফরম্যান্স আমাকে আরও কিছু শেখায়। ভালো ব্যাপার হচ্ছে আমরা দারুণ শুরু করেছি, ভালো না হচ্ছে কাল আমাদের ম্যাচ আছে। আমাদের এটা পেছনে রাখতে হবে আর সঠিক মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। ’

বাংলাদেশ সময় : ১২৫৮, জুলাই ৩১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।