ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভিন্নরকমের বল নিয়ে আসছেন রশিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
ভিন্নরকমের বল নিয়ে আসছেন রশিদ

রশিদ খানের বলে এমনিতেই ব্যাটারদের নিয়মিত পড়তে হয় বিপদে। টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সফল বোলারও তিনি।

তবুও নিজের বোলিংয়ে উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আফগান লেগ স্পিনার। নিজের ভাণ্ডারে যোগ করতে যাচ্ছেন নতুন অস্ত্র।  

এখন পর্যন্ত ওভার প্রতি ৬.৩৯ গড়ে রান দিয়ে ও ১৭.৮৯ স্ট্রাইক রেটে টি-টোয়েন্টিতে রশিদ নিয়েছেন ৪৬৯ উইকেট। অতি সম্প্রতি স্লোয়ার লেগ স্পিন চেষ্টা করেছেন রশিদ। এবার তিনি আরও কিছু নতন ধরনের বল নিয়ে আসছেন বলে নিজেই জানিয়েছেন।  
 
ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘আমি আমার সেরা চেষ্টা করছি ভিন্ন ডেলেভারি করতে। এই মুহূর্তে আমি ওইগুলো শুধু নেটেই করছি, মূল ম্যাচে এখনও করিনি। স্লো লেগ স্পিন বলটা নিয়ে কাজ করছি, কয়েকটা পিএসএল আর ফেব্রুয়ারিতে বাংলাদেশ সিরিজে করেছিলাম। ’

‘ভালোই হয়েছে কিন্তু আমার এখনও আরও নিয়ন্ত্রণ দরকার ওই বলের ওপর, তাহলে কার্যকর হতে পারবো রান কম দিয়ে। নতুন বল নিয়ে চেষ্টা করছি কিন্তু আমার আরও অনুশীলন করতে হবে এরপর এগুলো ম্যাচে করতে পারবো। এই মুহূর্তে, আমি যা করছি সেগুলো কাজ করছে। এশিয়া বা বিশ্বকাপে এগুলোতে থাকব। তবে ধারাবাহিকতাটা জরুরি। ’ 

যদিও সবকিছু সাধারণ রাখার চেষ্টাও করবেন রশিদ। তিনি বলেছেন, ‘আমার মাথায় এটা পরিষ্কার যে আমাকে সাধারণ রাখতে হবে সব। আগামীকাল কী হবে সেটা নিয়ে আমি খুব একটা ভাবি না, আজকে কী ঘটছে এটাই আসল। আমার মাথায় একটা ব্যাপার সবসময়ই থাকে, সঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করে যাওয়া। আমার হাতে এটার নিয়ন্ত্রণ আছে। যতক্ষণ এটা মাথায় থাকবে, সব সাধারণ থাকবে। ’ 

বাংলাদেশ সময় : ১৪৫৯, আগস্ট ১৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।