ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে টেকনিক্যাল পরামর্শক হিসেবে আসছেন শ্রীরাম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
টি-টোয়েন্টিতে টেকনিক্যাল পরামর্শক হিসেবে আসছেন শ্রীরাম

টি-টোয়েন্টির দুর্দশা কাটাতে এবার নতুন পথে হাঁটছে বাংলাদেশ। অধিনায়কত্বের বদলের ঘোষণা এসেছিল কয়েকদিন আগে।

এবার জানা গেল, নতুন টেকনিক্যাল পরামর্শক হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছে বিসিবি। বিষয়টি নিজের বাসভবনে শুক্রবার নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সাংবাদিকদের পাপন বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে শ্রীরামকে আমরা শটলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। এবং সে আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে অ্যাজ অ্যা টেকনিক্যাল কলসালটেন্ট। ’

টেকনিক্যাল পরামর্শক হিসেবে শ্রীরাম আসলে কোচ হবেন কে? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার করেননি পাপন। শ্রীরাম আসার পর চূড়ান্ত হবে জানিয়ে তিনি বলেছেন, ‘এটা আমরা এখনো ঠিক করিনি। ২২ তারিখ সবার সঙ্গে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটো জিনিস না। ’

শ্রীরামের খেলোয়াড়ি জীবন খুব একটা লম্বা না। ২০০০ সালে অভিষেকের পর খেলেছেন আটটি ওয়ানডে। তামিল নাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে এক মৌসুমে হাজার রান করার রেকর্ডও আছে তার।  

তবে কোচিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো শ্রীরামের। জাতীয় দল, বয়সভিত্তিকের পাশাপাশি কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে। অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক সহকারী এই কোচ কাজ করেন আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে। মূলত আইপিএল অভিজ্ঞতার কারণেই তাকে নিয়ে আসছে বিসিবি।  

বাংলাদেশ সময় : ১৪৪৬, আগস্ট ১৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।