ব্যাটিংয়ের মতো বল হাতেও শুরুটা দারুণ হলো বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভার করতে এসে রীতিমতো আগুন ঝড়িয়েছেন তাসকিন আহমেদ।
টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সামনে ১৪৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এমন সংগ্রহের পর বল হাতে দরকার ছিল ভালো শুরুর, সেটিই এনে দেন তাসকিন।
ইনিংসের একদম প্রথম বলেই তিনি ফেরান বিক্রমজিৎ সিংকে। তার লেন্থ বলে স্লিপে দাঁড়িয়ে থাকা ইয়াসির আলি রাব্বি নেন সহজ ক্যাচ। পরের বল সিক্স স্টাম্প লাইনে করেন তাসকিন।
উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভাস ডি লিট। নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান দেন তাসকিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬ রান করেছে নেদারল্যান্ডস।
বাংলাদেশ সময় : ১২০৪, অক্টোবর ২৪, ২০২২
এমএইচবি