ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি ভাইয়ের পর তাসকিন পেস বোলিংয়ের নেতা: সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
মাশরাফি ভাইয়ের পর তাসকিন পেস বোলিংয়ের নেতা: সাকিব

ক্যারিয়ারে উত্থান-পতন দুটিরই সাক্ষী হয়েছেন তাসকিন আহমেদ। জাতীয় দল থেকে ছিঁটকে পড়ে কঠোর পরিশ্রম করে ফিরে এসেছেন।

তার ফলও পাচ্ছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় এ বছরই ওয়ানডে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার শুরুটা হয়েছে দারুণ। নেদারল্যান্ডসকে হারানোর ম্যাচে নিয়েছেন চার উইকেট। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। আর সে কারণে সাবেক অধিনায়ক মাশরাফির পর তাসকিনকে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা বলছেন সাকিব আল হাসানও।  

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘মাশরাফির বিদায়ের পর সে (পেস বোলিংয়ের) একজন নেতা হয়ে উঠেছে। গত ২-৩ বছরে বাংলাদেশের হয়ে ভীষণভাবে ভালো বোলিং করছে। সে উদাহরণ তৈরি করে এগিয়ে যাচ্ছে। একইসঙ্গে বলতে হয় তিন ফরম্যাটেই এখন আমাদের ভালো ফাস্ট বোলিং গ্রুপ রয়েছে। ’

‘তারা সত্যিই ভালো করছে। তারা যেভাবে নিজেদের উন্নতি করেছে এবং এতোদূর এসেছে... অনেক খুশি ও গর্বিত। এখন মাঠের ফলেও এটি দেখা যাচ্ছে। আমি আশা করি তারা এ ফর্ম ধরে রাখবে। তাহলে আমি নিশ্চিত আমরা দারুণ একটি বিশ্বকাপ কাটাবো। ’

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।