ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ,  একাদশে নেই সৌম্য

দুই দলের সাম্প্রতিক লড়াই রোমাঞ্চ ছড়িয়েছে বেশ। এবারের বিশ্বকাপের প্রেক্ষাপটেও ম্যাচটি গুরুত্বপূর্ণ ভারত ও বাংলাদেশের জন্য।

দুই প্রতিবেশী দেশের লড়াই দেখতে অধীর আগ্রহে আছেন সমর্থকরা।

এমন পরিস্থিতিতে বুধবার অ্যাডিলেড ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচে একটি পরিবর্তনের কথা জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে উদ্বোধনী ব্যাটার হিসেবে খেলা সৌম্য সরকারের বদলে খেলবেন পেসার শরিফুল ইসলাম।

আগের দুই ম্যাচেই বাড়তি একজন বোলারের অভাব বোধ করেছে বাংলাদেশ দল। এ নিয়ে কথাও হয়েছে অনেক। আজ বাংলাদেশ খেলছে পাঁচ বোলার নিয়েই। এছাড়া একাদশে আর কোন বদল নেই।  

ভারতের একাদশেও একটি বদল এসেছে। অক্ষর প্যাটেলের জায়গায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন দীপক হুডা। আজ আবার ফিরেছেন অক্ষর।  

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

ভারত একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।

বাংলাদেশ সময় : ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।