ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যাচ ছেড়ে দিয়ে রোহিতকে ফেরালেন হাসানই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
ক্যাচ ছেড়ে দিয়ে রোহিতকে ফেরালেন হাসানই

গতি, সুইং, বাউন্স সবমিলিয়ে শুরু থেকেই ভারতকে দিশেহারা করছেন বাংলাদেশের বোলাররা। ফিল্ডিংয়েও ছিল আক্রমণাত্মক মানসিকতা।

দারুণ বোলিংয়ের ফলটাও মিলে যেতে পারতো তৃতীয় ওভারে এসে। কিন্তু তাসকিন আহমেদের বলে রোহিত শর্মার ক্যাচ ছেড়ে দেন হাসান মাহমুদ। কিন্তু পরের ওভারে আবার তাকে ফিরিয়েছেনও হাসান।  

অ্যাডিলেইড ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারে তাসকিন আহমেদকে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। আগের ‍ম্যাচগুলোর মতো এই ম্যাচেও দারুণ শুরু এনে দেন তাসকিন, প্রথম ওভারে এক রান দেন তিনি।  

এরপর দ্বিতীয় ওভারে এসে শরিফুল ইসলাম হজম করেন একটা ছক্কা। তৃতীয় ওভারে এসে প্রথম তিন বল ডট করেন তাসকিন, এরপর চতুর্থ বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়ানো হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন রোহিত শর্মা। সহজ ক্যাচ ছেড়ে দেন হাসান।  

পরের ওভারে তাকেই বোলিংয়ে নিয়ে আসেন সাকিব। দ্বিতীয় বলে রোহিত শর্মা ক্যাচ দিয়ে ফেরেন ইয়াসির আলির হাতে। ৮ বলে ২ রান করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩০ রান করেছে ভারত।   

বাংলাদেশ সময় : ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।