ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভুগছেন শান্ত, ছুটছেন লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
ভুগছেন শান্ত, ছুটছেন লিটন

ভারতের ছুড়ে দেওয়া বড় লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। অপরপ্রান্তে থাকা শান্ত অবশ্য ব্যাট হাতে রান পাচ্ছেন না।

তবে লিটনের ভরসায় পাওয়ারপ্লেতে ভালো সংগ্রহই পেয়েছে টাইগাররা।  

ছুটতে থাকা লিটন ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাকিয়ে পূর্ণ করেন অর্ধশতক। ২১ বলে খেলা এই ফিফটি ছুঁতে তিনি হাকিয়েছেন ৩ ছক্কা ও ৬ চার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬০ রান।

এর আগে লোকেশ রাহুল আর বিরাট কোহলির ফিফটির পর সূর্যকুমারের ক্যামিও ইনিংসে বাংলাদেশের সামনে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে এই রান করেছে তারা।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।