ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পীরখাইনের ১৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
পীরখাইনের ১৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ ...

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার পীরখাইনের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে পীরখাইন মানব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এ কুইজ প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

ফয়সাল সেলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. জোবাইর হোসেন।  বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার শেফায়েত হোসেন, ইউসিবিএল এর সিনিয়র অফিসার মো. শওকত হোসেন, মুহাম্মদ সেলিমুল হক বাবুল, মুহাম্মদ আবু তাহের, মাওলানা মুহাম্মদ মনছুর।

 

এছাড়া আরও বক্তব্য দেন ক্বিরাতুল কুরান হিফজ মাদ্রাসার পরিচারক হাফেজ আমানত উল্লাহ দৌলত, ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন, বক্তব্য রাখেন হাফেজ মাওলানা হাবীবুল্লাহ, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ রায়হান, রাসেল, মুহাম্মদ রাশেদ, দেলোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের মানবিক সকল কার্যক্রমের প্রশংসা করেন ।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে সংগঠনটি দরিদ্র মানুষের চিকিৎসা, বিবাহযোগ্য মেয়ের বিয়েতে সহয়তাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।