ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নষ্ট ফ্রিজে ইনজেকশন সংরক্ষণ, গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
নষ্ট ফ্রিজে ইনজেকশন সংরক্ষণ, গুনতে হলো জরিমানা 

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলায় নষ্ট ফ্রিজে ইনজেকশন সংরক্ষণ করায় এক ফার্মেসি মালিককে গুনতে হয়েছে জরিমানা। এসময় নষ্ট ফ্রীজে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত সকল ঔষধ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার( ২৯ জানুয়ারি) দুপুরের দিকে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

জানা গেছে, রোয়াজারহাটের আজিজ ফার্মেসিকে নষ্ট ফ্রিজে ইনজেকশন সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত  ও মিসব্র‍্যান্ডেড ঔষধ বিক্রি, লাইসেন্স বিহীন শিশুখাদ্য বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও হালিমা কসমেটিক্সকে মেয়াদোত্তীর্ণ ও  ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বাংলানিউজকে বলেন,  ড্রাগ অ্যাক্ট ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় একটি প্রসাধনী দোকান ও একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসচেতনতায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।