ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫  ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত হয়েছেন ১৫ জন যাত্রী।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর এলাকার গ্রীন প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান।

তিনি বাংলানিউজকে জানান, কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামগামী এস আলম বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। আহতদের নাম পরিচয় জানা যায়নি। একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

এর আগে ২৮ জানুয়ারি ভোরে লোহাগাড়ার চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতেও ১৫ জন আহত হয়। সড়কে বাঁক ও বাসচালক তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালানোর কারণে ওই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।