ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আকাশ সংস্কৃতির আগ্রাসনে সংস্কৃতি চর্চাই নতুন প্রজন্মকে রক্ষা করবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
আকাশ সংস্কৃতির আগ্রাসনে সংস্কৃতি চর্চাই নতুন প্রজন্মকে রক্ষা করবে

চট্টগ্রাম: রাউজানের পশ্চিম গুজরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক চেয়ারম্যান সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সিকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুষ্টিবিদ ও কনসালটেন্ট, গণমাধ্যম ব্যক্তিত্ব হাসিনা আক্তার লিপি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর ডেপুটি এডিটর তপন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সাংবাদিক আহমেদ কুতুব, মো. তকি সিকদার সার্বজনীন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবী মোহাম্মদ ইউসুফ।

 

প্রতিযোগিতার উপ-কমিটির আহ্বায়ক এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিল্লোল বড়ুয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য ও স্কুল কমিটির সহ সভাপতি মো. তৈয়ব উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক সুপ্রিয়া বড়ুয়া, রাশেদা বেগম, সুমনা বড়ুয়া, পারমিতা দাশগুপ্তা, তরুণ উদ্যোক্তা নোমান তালুকী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আকাশ সংস্কৃতির আগ্রাসনে সংস্কৃতি চর্চার প্রয়াসই আমাদের রক্ষা করবে। ক্রীড়া মনোযোগী নতুন প্রজন্ম গড়ে তোলা গেলে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রোধ সহজ হবে।  

বক্তারা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক চেয়ারম্যান সাংস্কৃতিক-ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনকে যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ অভিহিত করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃৃতিক, রচনা, হস্তলেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়।

এ সময় বক্তারা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা জননেতা এ কে ফজলুল হক চেয়ারম্যানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

সপ্তাহব্যাপী এ আয়োজনে ৪টি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে সমাপনী দিনে অর্ধশত শিক্ষার্থীকে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পুরস্কার বিতরণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।