ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভাষা শহীদদের প্রতি সিজেএমের শ্রদ্ধাঞ্জলি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
ভাষা শহীদদের প্রতি সিজেএমের শ্রদ্ধাঞ্জলি 

চট্টগ্রাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম)।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম আদালত ভবনের শহীদ মিনারে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহাম্মদ খোন্দকার, মাইনুল ইসলাম,  বেগম নাজমুন নাহার, বেগম জিহান সানজিদা, আবু সুফিয়ান মো. নোমান, ফারজানা ইয়াছমিন, আবদুল্লাহ খাঁন, আওলাদ হোসেন জুনায়েদ, শাহরিয়ার ইকবাল, ফারদিন মুস্তাকিম তাসিন, সিজেএম আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মোহাম্মদ আবু তাহের, জয়নুল আবেদীন, শফিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান, এম এ হাসান, জাহিদুল আলম চৌধুরী, রানা সিংহ, বোরহান উদ্দিন, বিধান ঘোষ ও ছোটন বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২ 
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।