ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
চবিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: 'বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অংশীদারিত্ব' এ স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে উদযাপন করা হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস।  

শুক্রবার (৩ মার্চ) সকালে চবির জীববিজ্ঞান অনুষদে আয়োজন করা হয় সেমিনার ও বন্যপ্রাণী বিষয়ক তথ্য চিত্র প্রদর্শনী।

বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চবির প্রাণিবিদ্যা বিভাগ এ আয়োজন করে।  

সকাল ১০টায় অনুষ্ঠান উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বন্যপ্রাণী গবেষনায় বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড পাওয়া চবি প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমেরারি অধ্যাপক ড. মো. ফরিদ আহসান।  

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, নেচার এন্ড কনজারভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক এসএম মনজুরুল হান্নান খান, ভেনম রিসার্চ সেন্টারের প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ, বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি জালাল আহমেদ, চিটাগাং বার্ড ক্লাবের উপদেষ্টা ডা. মহিউদ্দিন শিকদার, পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহফুজ আহমেদ রাসেল।

এদিন সকাল সাড়ে ছয়টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। এরপর হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি দল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  

আন্তঃবিশ্ববিদ্যালয় ওয়াইল্ড রেইস:
এ প্রতিযোগিতায় দলগুলো বিভিন্ন বন্য এলাকায় গিয়ে বন্যপ্রাণী সনাক্ত করে। ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সর্বোচ্চ বন্যপ্রাণী সনাক্ত করে  চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল। রানারআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দল।

বন্যপ্রাণী চেনা প্রতিযোগিতা:
স্লাইডে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী প্রদর্শন করা হয়। সেখান থেকে দলগুলো প্রাণীদের সনাক্ত করে। এতে বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দল।

এছাড়া ট্রেজার হান্ট, বন্যপ্রাণী পাজল প্রতিযোগিতা, বন্যপ্রাণী সম্পর্কিত প্রেজেন্টেশন, র‍্যালী ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন।

প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে ২০১৪ সালে চবিতে প্রথমবারের মতো উদযাপন করা হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস। এরপর থেকে দিবসটি প্রতিবছর পালন করে আসছে চবি প্রাণিবিদ্যা বিভাগ।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।