ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাগীশিক কেন্দ্রীয় সংসদের পরিচিতি সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
বাগীশিক কেন্দ্রীয় সংসদের পরিচিতি সভা

চট্টগ্রাম: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৮ মার্চ) রাতে নগরের আন্দরকিল্লা বাগীশিক মিলনায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সভাপতি ঝুন্টু চৌধুরী।  

কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভাশীষ শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাগীশিকের সাবেক আহ্বায়ক অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী, সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্য্য, উপদেষ্টা দিলীপ কুমার শীল, সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সাবেক সাধারণ সম্পাদক ডা. অঞ্জন দাশ।


 
বক্তার বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গীতা শিক্ষার বিকল্প নেই। তাই বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি প্রতিষ্ঠার পর থেকে গীতা শিক্ষার উপর জোর দিয়েছে। সারাদেশে প্রায় ৫ হাজারেরও বেশি স্কুলের মাধ্যমে গীতা শিক্ষা দেওয়া হয়। গীতা ভ্রাতৃত্ব, সহনশীলতা ও মৈত্রীর বন্ধন তৈরির শিক্ষা দেয়।  

এ সময় কেন্দ্রীয় সংসদের ৫১ সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় সংসদের সকল কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।