ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আঞ্চলিক ভাষায় কথা বলতে হীনমন্যতায় ভুগবেন না: জয়ন্ত চট্টোপাধ্যায়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
আঞ্চলিক ভাষায় কথা বলতে হীনমন্যতায় ভুগবেন না: জয়ন্ত চট্টোপাধ্যায়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আঞ্চলিক ভাষায় কথা বলতে অনেকে হীনমন্যতায় ভোগে। এটা একদমই হওয়া উচিত না।

কিছু ভাষাবিদ আমাদের মধ্যে আঞ্চলিক ভাষায় কথা বলাকে লজ্জিত হওয়ার সংস্কৃতিতে পরিণত করেছেন। যা মোটেও ঠিক হয়নি।
 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি মঞ্চ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী ১০ম আবৃত্তি উৎসবে এ কথা বলেন প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। উৎসবে 'চবি আবৃত্তি মঞ্চ সম্মাননা-২০২৩' দেওয়া হয় জয়ন্ত চট্টোপাধ্যায়কে।

রোববার (১২ মার্চ) সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে পর্দা ওঠে আবৃত্তি উৎসবের। পরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শুরু হয় মূল অনুষ্ঠান।  

'নির্বাসিত কবিতার জয় হোক' প্রতিপাদ্যে আয়োজিত  আবৃত্তি উৎসবে সভাপতিত্ব করেন আবৃত্তি মঞ্চের উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী।  

বৃন্দ পরিবেশনা 'স্বোপার্জিত স্বাধীনতা'র মধ্য দিয়ে শুরু হয় উৎবের আবৃত্তি পর্ব৷ আবৃত্তি পরিবেশন করেন মাসকুর এ সাত্তার কল্লোল, ফারুক তাহের, প্রণব চৌধুরী, মুজাহিদুল ইসলাম ও শুভাশিস শুভ। এছাড়াও পরিবেশিত হয় দ্বৈত প্রযোজনা ভালোবাসার উপাখ্যান ও বৃন্দ পরিবেশনা মহুয়ার পালা।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।