ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কৃষি জমির মাটি ও কাঠ ব্যবহার করায় দুই ইটভাটাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
কৃষি জমির মাটি ও কাঠ ব্যবহার করায় দুই ইটভাটাকে জরিমানা ...

চট্টগ্রাম: বাঁশখালীতে কৃষি জমির মাটি ব্যবহার করায় এমবিএম এবং এনটিবি নামের দুই ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (২০ মার্চ) সকালে বাঁশখালী উপজেলার বাহারছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলানিউজকে বলেন, এমবিএম ইটভাটায় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার করার জন্য এবং পাশের কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ইটভাটার ম্যানেজার মো. নূর হোসেনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও চাম্বল ইউনিয়নের এনটিবি ইটভাটার ম্যানেজারকে গাছের গুড়ি ও লাকড়ি পুড়িয়ে ইট তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন,  সাত দিনের মধ্যে ভাটার এলাকা থেকে সকল লাকড়ি অপসারণ করার নির্দেশ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।