ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টিআইসিতে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
টিআইসিতে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মঙ্গলবার

চট্টগ্রাম: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঙ্গলবার (২১ মার্চ) ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন আয়োজিত এ চলচ্চিত্র প্রদর্শনী সন্ধ্যা ৬টায় উদ্বোধন করবেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

 

তবে প্রদর্শনী শুরু হবে সকাল ১১টায়। প্রথমে প্রদর্শিত হবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এবং সৌমিত্র চ্যাটার্জি, স্বাতীলেখা সেনগুপ্ত ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘বেলাশুরু’।

 

বিকেল তিনটায় থাকবে কবির খান পরিচালিত রণবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীতি ‘৮৩’।  

সন্ধ্যা সাড়ে ছয়টায় এসএস রাজমৌলি পরিচালিত এবং এনটি রামা রাও জুনিয়র, রাম চরণ, অজয় দেবগন ও আলিয়া ভাট অভিনীত ‘আরআরআর’ প্রদর্শিত হবে।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।