ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চকবাজার মতি কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
চকবাজার মতি কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের চকবাজারে মতি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে গুলজার মোড় মতি কমপ্লেক্সের নিচ তলায় রিজিয়া টেইলার্স নামের দোকানে আগুন লাগে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেট বন্ধ থাকায় বাইরে ধোঁয়া ও পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, মতি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।