ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে গাভীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে গাভীর মৃত্যু  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে জমিতে বিদ্যুৎস্পৃষ্টে অস্ট্রেলিয়ান জাতের একটি গাভীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পশ্চিম গোমদণ্ডীর আফিয়া বাপের বাড়ির পাশের জমিতে এ দুর্ঘটনা ঘটে।

 

গাভীটির মালিক মো.ইয়াছিন জানান, সকালে জমিতে ঘাস খেতে গিয়ে গাভীটি বৈদ্যুতিক খুঁটির পাশে থাকা টানা তারে জড়িয়ে যায়। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে গাভীর মরদেহ উদ্ধার করা হয়।

গাভীটির আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা। এক সপ্তাহ আগে গাভীটি এক বাছুর জন্ম দিয়েছিল বলে জানান ইয়াছিন।

ইয়াছিন অভিযোগ করে বলেন, বৈদ্যুতিক তার আগে থেকে ছিঁড়ে বিদ্যুৎ সঞ্চালন তারের সাথে লেগে ছিলো। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।  এজন্য তিনি পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ বোয়ালখালীর ডেপুটি জোনাল ম্যানেজার মো. এমরান গণি বলেন, গাভীটি খুঁটির টানা তার ছিঁড়ে ফেলায় তা বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। বৈদ্যুতিক সঞ্চালন তার ছিঁড়েনি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।