ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

২ হাজার টাকার পাঞ্জাবি ৮ হাজারে বিক্রি, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
২ হাজার টাকার পাঞ্জাবি ৮ হাজারে বিক্রি, জরিমানা ...

চট্টগ্রাম: দুই হাজার টাকায় আমদানি করা পাঞ্জাবি ৩ থেকে ৬ গুন বেশি দামে বিক্রি করায় রাজস্থানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে নগরের প্রবর্তক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

একই অভিযানে দেশীয় পাঞ্জাবিতে মেইড এন ইন্ডিয়া লিখে বিক্রির দায়ে আফমি প্লাজার দ্বিতীয় তলার সারতাজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদে চট্টগ্রামে ভারতীয় পাঞ্জাবী চাহিদার শীর্ষে থাকে।

এই সুযোগটা কাজে লাগাচ্ছে রাজস্থান নামের ফ্যাশন ব্র্যান্ডটি। চট্টগ্রামে ১৭টি আউটলেটের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় ব্যবসা পরিচালনা করছে তারা।

অভিযানে দেখা যায়, আউটলেটের অল্প সংখ্যক পাঞ্জাবিই কেবল  ইন্ডিয়ান। তবে সেসবের কোনটিই রাজস্থান নিজে আমদানী করেনি। দেখাতে পারেনি কোনো এলসি বা কাস্টমস ছাড়পত্র। যমুনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পাঞ্জাবিগুলো আমদানি করে বলে জানায় কর্তৃপক্ষ। পরবর্তীতে যমুনা ট্রেডার্সের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, ভ্যাট ট্যাক্স পরিশোধ করার পরও পাঞ্জাবিগুলোর মূল্য পড়ছে দুই হাজার টাকার কাছাকাছি। অথচ সেসব পাঞ্জাবি রাজস্থানের আউটলেটে বিক্রি হচ্ছে ৭ থেকে ১৩ হাজার টাকায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলানিউজকে বলেন, আমদানির চেয়ে কয়েকগুন বেশি দামে বিক্রি করায় রাজস্থানকে ৫০ হাজার টাকা এবং দেশে তৈরি পোষাকে মেইড ইন ইন্ডিয়া লিখে বিক্রি করায় সারতাজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল১৯, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।