ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম শিক্ষাবোর্ডে রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মে ১৩, ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম শিক্ষাবোর্ডে রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত ...

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখা’র কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান রোববারের (১৪ মে) এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১২ মে) রাতে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্ৰ নাথের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখা’র কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসি ও সমমানের ১৪ মে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

অন্য কোনো বিজ্ঞপ্তি জারি না হলে অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্যে নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মে ১৩, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।