চট্টগ্রাম: ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রামের দ্বীপ উপজেলায় সন্দ্বীপে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ১৬২টি আশ্রয়কেন্দ্রে ২৯ হাজার ৮৮৫ জন অবস্থান করছে।
রোববার (১৪ মে) সকালে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খ্রীসা বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও সম্রাট খীসা বলেন, সন্দ্বীপে ঘূর্ণিঝড় মোখা’র ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। মানুষের পাশাপাশি গবাদিপশুদেরকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়া হয়েছে। রেড ক্রিসেন্ট ও সিপিপি’র ভলান্টিয়াররা দুর্যোগ মোকাবিলায় মাঠে আছেন।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ১৪, ২০২৩
বিই/টিসি