ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদেশি মদ, ফেনসিডিলসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মে ২০, ২০২৩
বিদেশি মদ, ফেনসিডিলসহ যুবক আটক

চট্টগ্রাম: হাটহাজারী থানার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজাসহ মো. নেজাম উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।  

শনিবার (২০ মে) বিকেলে  র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য জানান।

 

আটক নেজাম উদ্দিন ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।  

মো. নুরুল আবছার জানান, মাদকবিক্রেতা একটি পিকআপভ্যান যোগে (মাদকদ্রব্য) বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজার একটি চালান নিয়ে ফটিকছড়ি যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি পিকআপভ্যানটিকে থামার জন্য সংকেত দিলে, গাড়িটি থেকে নেমে নেজাম উদ্দিন নামে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।  

তিনি আরও জানান, পিকআপভ্যান থেকে নেজাম উদ্দিনের দেখানো মতে প্লাস্টিকের দুইটি বস্তা এবং একটি সাদা কার্টনের ভেতর থেকে ৮৭ বোতল বিদেশি মদ, ১৪৪ বোতল ফেনসিডিল এবং ২০ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়।  

আটক নাজিম দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য কিনে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদকবিক্রেতা ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করেন। এ ঘটনায় আটক নাজিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।