ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পরিবেশ দিবসে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে নানা কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুন ৫, ২০২৩
পরিবেশ দিবসে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে  নানা কর্মসূচি ...

চট্টগ্রাম: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে আইন বিভাগের সেন্ট্রাম ফর কমিউনিটি অ্যাওয়ারনেস (সিসিএ) উদ্যোগে ক্যাম্পাস পরিস্কার অভিযান, বৃক্ষ রোপণ, র‌্যালী, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক মেম্বার (এডমিন) মো. জাফর আলম, বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রাক্তন ডিন ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এবিএম আবু নোমান।

 

আইন বিভাগের শিক্ষক আসমা আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এএনএম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, ফার্মেসী বিভাগের  চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ডেপুটি রেজিষ্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান চৌধুরী, প্রক্টর মঞ্জুর আলম, আইন বিভাগের শিক্ষক আমিনুল হক সিদ্দিকী, খাদিজাতুল কুবরা, সিদরাতুল মুনতাহা তৃণা, রিদুয়ানুল হক, তৌহিদুল ইসলাম জিহাদী প্রমূখ।  

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের নিজেদেরই পরিবেশকে রক্ষা করতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশ পরিবেশগত কারণে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। বিভিন্ন দেশের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের পরিবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে বিপন্ন হচ্ছে প্রাণী জগৎ। জনসচেতনার অভাবে আমরা নিজের অজান্তে আমাদের পরিবেশকে নষ্ট করছি। তাই বিশ্ব পরিবেশ দিবসে শুধু নয়, প্রতিদিনই পরিবেশ রক্ষায় আমাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।  

প্রধান আলোচকের জাফর আলম বলেন, পৃথিবীব্যাপী এখন পরিবেশকে বাঁচানোর জন্য পরিবেশ বাঁচানোর আন্দোলন শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষও এখন দিন দিন পরিবেশ সচেতন হচ্ছে। আমরা নিজ নিজ অবস্থান হতে যদি পরিবেশকে রক্ষা করার চেষ্টা করি তাহলেই আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে যেতে পারবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাকে আপনাকেই এগিয়ে আসতে হবে।  

বিশেষ অতিথি প্রফেসর এবিএম আবু নোমান বলেন, আমরা চাই এই পৃথিবী হোক সবার জন্য বাসযোগ্য। বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে হলে আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে পরিবেশ বাঁচানোর আন্দোলনে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে  বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগ বিভিন্ন কর্মসূচি আয়োজন করার মাধ্যমে পরিবেশ সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের যে দায়বদ্ধতা রয়েছে তারই প্রতিফলন ঘটিয়েছে।  

পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতার ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্রী চন্দ্রিকা দেবী ১ম, হারুনুর রশিদ ২য় ও রাফসানুর রাকিব ৩য় স্থান অধিকার করে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।