চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডকে আগামি দিনের জন্য প্রাধান্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৭ জুন) সকালে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ৩৩তম সিন্ডিকেট সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। এই সময় তিনি বাজেটের নানান দিক আলোচনা করার পাশাপাশি সিআইইউর গবেষণাখাতে ও শিক্ষার্থীদের পড়ালেখায় সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়ে অভিমত তুলে ধরেন।
সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় সিন্ডিকেট সভায় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, প্রকৌশলী আলী আহমেদ ও দিলরুবা আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুকেশ চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, সিআইইউর বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম ও কাউন্সিল অ্যাফেয়ার্স সেকশন (ইনচার্জ) এর রুমা দাশ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ৭, ২০২৩
পিডি/টিসি