ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিচারপতি শেখ হাসান আরিফের মায়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
বিচারপতি শেখ হাসান আরিফের মায়ের মৃত্যু ...

চট্টগ্রাম: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ এর মা হোসনে আরা বেগম মৃত্যুবরণ করেছেন।  

শনিবার (৮ জুলাই) দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।  

২০২২ সালের ২৭ জুন বিচারপতি শেখ হাসান আরিফের বাবা অ্যাডভোকেট ফয়জুর রহমান মারা যান।

কুলখানি উপলক্ষে তিনি সস্ত্রীক চট্টগ্রামের চন্দনাইশে গ্রামের বাড়ি গিয়েছিলেন। সেখানেই ১ জুলাই দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফের স্ত্রী জেবুন্নেসা বেগম শেলী (৪৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ বাংলানিউজকে বলেন, বিচারপতি শেখ হাসান আরিফের মা হোসনে আরা বেগম নগরের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শনিবার বাদ এশা চট্টগ্রামের লালখান বাজার জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। রোববার বাদ যোহর চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।