ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
সাউদার্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা  ফার্মেসি বিভাগের ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসি ও কম্পিউটার সায়েন্স বিভাগে ফল সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে ফার্মেসি ও বুধবার (১২ জুলাই) কম্পিউটার সায়েন্স বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, সামাজিক যোগাযোগমাধ্যম সাউদার্ন ইউনিভার্সিটি ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র পক্ষ থেকে শুভ কামনা এবং যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের অভিনন্দন জানানো হয়েছে।  

উত্তীর্ণ শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বিভাগের ভর্তি সংশ্লিষ্ট কমিটি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।