ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দ্বিতীয় দিনেও বন্ধ চিকিৎসকদের চেম্বার, মিলছে না টেস্ট রিপোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
চট্টগ্রামে দ্বিতীয় দিনেও বন্ধ চিকিৎসকদের চেম্বার, মিলছে না টেস্ট রিপোর্ট ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: ঢাকা সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুই নারী চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও দ্বিতীয় দিনের মত বন্ধ রেখেছে সব ধরনের প্রাইভেট চেম্বার–অপারেশন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসার রোগীরা।

 

মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ঘুরে দেখা যায়, প্রায় সব হাসপাতালেই বন্ধ রয়েছে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার। এছাড়া বিভিন্ন টেস্টের নমুনা সংগ্রহ চালু থাকলেও বিশেষজ্ঞদের স্বাক্ষর ছাড়া রিপোর্ট সরবরাহ করতে পারছে না ল্যাবগুলো।

তবে অধিকগুরুত্বপূর্ণ পরীক্ষার সাময়িক রিপোর্ট দেওয়া হচ্ছে।  

এপিক হেলথ কেয়ারের অপারেশন্স ম্যানেজার ডা. হামিদ হোছাইন আজাদ বাংলানিউজকে জানান, বেসরকারি চিকিৎসকদের আন্দোলনের জন্য দুই দিন চিকিৎসকদের চেম্বার বন্ধ ছিল। ফলে রোগীদের টেস্টের রিপোর্ট দেওয়া যাচ্ছে না। তবে জরুরি বিবেচেনায় রিপোর্টের প্রবেশনাল কপি দেওয়া হচ্ছে।  

অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)’র চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন্নেছা রুনা বাংলানিউজ জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের গাইনি চিকিৎসকদের ব্যক্তিগত সকল চেম্বার বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। আমাদের আন্দোলনের সঙ্গে অন্যান্য চিকিৎসকরাও একমত প্রকাশ করে চেম্বার বন্ধ রেখেছেন। আজ কর্মবিরতির শেষে আবার বিএমএর সঙ্গে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোম ও মঙ্গলবার সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার–অপারেশন বন্ধের ঘোষণার কথা জানায় অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।