ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল কিশোরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল কিশোরের প্রতীকী ছবি।

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোরের নাম রাকিব হোসেন (১৮)।

তার বাড়ি কুমিল্লা জেলায়।

এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৬৬ জন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে শনিবারও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে ওই কিশোর গত ১৫ সেপ্টেম্বর চমেক হাসপাতালে ভর্তি হয়। ১৬ সেপ্টেম্বর মারা যায়।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ১৪৩ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৩ জন।  

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।