ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
হাটহাজারীতে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ব্যারিস্টার হেলাল বলেন, গতকাল রাতে হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান উপজেলার ফতেহপুর ইউনিয়নে সামাজিক অনুষ্ঠান শেষ করে এবং পরবর্তীতে ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে যখন বাড়ি ফিরছিলেন।

এ সময় ভবানীপুর এলাকায় গাড়ির গতিরোধ করে তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা চালায়। সে সময় স্থানীয় জনগণ এগিয়ে আসলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

এ ধরনের বর্বর ও ন্যাক্করজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  

বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান ব্যারিস্টার মীর হেলাল।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।