ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অপরাজনীতি করলে বিএনপির রাজনৈতিক লাইসেন্স বাতিল হবে: নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
অপরাজনীতি করলে বিএনপির রাজনৈতিক লাইসেন্স বাতিল হবে: নাছির ...

চট্টগ্রাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশি প্রভুদের খুশি করতে আওয়ামী লীগ সরকার এক পাও নড়বে না এবং দেশের সাংবিধানিক রীতি অনুযায়ী ভোট গ্রহণ সম্পন্ন হবে। রোডমার্চ, লং মার্চের নামে কোনো অপরাজনীতি করলে আগামীতে বিএনপির রাজনৈতিক লাইসেন্স বাতিল করা হবে।

 

বুধবার (৪ অক্টোবর) বিকেলে নগরীর এক কমিউনিটি সেন্টারে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আ জ ম নাছির বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থাসহ টিসিবির মাধ্যমে ও ওপেন মার্কেট পদ্ধতি চালু করে ব্যবসায়ী সিন্ডিকেটকে প্রতিরোধের নিরলস চেষ্টা করে যাচ্ছে।

তিনি দলীয় নেতা-কর্মীদেরকে জনগণের কাছে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সঠিকভাবে তুলে ধরে তৃণমূল মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান। মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের কেউ যেন আগামি দিনের কমিটিতে আসতে না পারে সেজন্য নেতাদের নির্দেশ দেন।  

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১১ এর এমপি এম এ লতিফ। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আজাদ খান অভির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও প্রধান বক্তা ছিলেন ছিলেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান মো. ইলিয়াছ, হাজী হারুন উর রশীদ, হাজী সোলতান নাছির উদ্দিন, সেলিম আফজল, কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, হাজী আসলাম, কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আব্দুর রশিদ লোকমান, সাইফুদ্দীন, মাসুদ খান।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।