ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দেবী দুর্গাকে বরণে সাজ সাজ রব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
চট্টগ্রামে দেবী দুর্গাকে বরণে সাজ সাজ রব ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

ইতোমধ্যেই মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবারের (১৯  অক্টোবর) মধ্যে সব মণ্ডপগুলোতে প্রতিমা নেওয়া শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
দেবী দুর্গাকে বরণ করে নিতে এখন সব পূজামণ্ডপে এখন সাজ সাজ রব।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে নগরের দেওয়ানজী পুকুরপাড় এলাকায় গিয়ে দেখা যায় সর্বজনীন পূজামণ্ডপ এখন প্রায় প্রস্তুত। মণ্ডপে বসানো হয়েছে আরাধ্য দেবী প্রতিমা। এখন শুধু মণ্ডপের আশেপাশে সজ্জার কাজ চলছে।

এছাড়া আন্দরকিল্লা, সদরঘাট, ফিরিঙ্গীবাজার, পাথরঘাটা, দামপাড়া সহ নগরের অন্যান্য পূজামণ্ডপগুলোতে জোরেশোরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

চট্টেশ্বরী কালী মন্দিরের সেবায়েত দেবু প্রসাদ চক্রবর্তী বাংলানিউজকে বলেন, মন্দির প্রাঙ্গনেই আমাদের প্রতিমা তৈরি করা হয়। মণ্ডপসজ্জা ও পূজার কেনাকাটাগুলো এখন করা হচ্ছে।  

পূজামণ্ডপের নিরাপত্তায় ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গাপূজায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল কুমার পালিত বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কিছু পূজামণ্ডপে প্রশাসনের নজরদারি বেশি থাকবে। আমরা মনেকরি প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষম। সামাজিক মাধ্যমে গুজব ছড়ালে দ্রুত ব্যবস্থা নিতে পারবে পুলিশ।

এবছর চট্টগ্রাম নগরে ২৯৩টি ও  ১৫ উপজেলায় ১ হাজার ৬৫১টি সর্বজনীন পূজামণ্ডপ রয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর)  বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।