ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পোষা কুকুরকে হত্যা করে ইউনিয়ন পরিষদ ভবনে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
পোষা কুকুরকে হত্যা করে ইউনিয়ন পরিষদ ভবনে চুরি ...

চট্টগ্রাম: পোষা কুকুরকে হত্যা করে বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউপি সচিব মো. রহমতুল্লাহ।

এসময় চোরের দল ভবনের দরজা ভেঙে কম্পিউটারসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায় এবং তছনছ করে রেখে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র।  

ইউপি সচিব মো. রহমতুল্লাহ বাংলানিউজকে জানান, ‘সকালে এসে দেখি ভবনের দরজা ভাঙা।

ভিতরের সব নথিপত্র এলোমেলো। পরিষদের ভিতরে দুটি ডেস্কটপ ছিল, সেগুলো নিয়ে গেছে। এছাড়াও উদ্যোক্তার কক্ষের সামনের দরজা ভেঙে মালামাল তছনছ করে ফেলেছে। ওই কক্ষের দুইটি ল্যাপটপ নিয়ে গেছে।  

তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের একটি পোষা কুকুর ছিল। সেটিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। কুকুরটির রক্ত মেঝেতে ছড়িয়ে রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে জানানো হয়েছে’।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিযাউল জব্বার বাংলানিউজকে বলেন, সারোয়াতলী ইউনিয়ন পরিষদ ভবনে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘুরে দেখেছি। কি কি চুরি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ বিষয়ে ভবনের পাহারাদারকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।