ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক 

চট্টগ্রাম: অবৈধ গাড়ি চলাচল বন্ধ করা ও মহাসড়কে রুট পারমিটবিহীন যান ও দ্বিতল বাস চলাচল বন্ধসহ ১৪ দফা দাবিতে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দিনব্যাপী ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।  

বুধবার (১৮ অক্টোবর) বিকেল চারটার দিকে এ ধর্মঘট প্রত্যাহার করে নেয় সংগঠনের নেতারা।

প্রচণ্ড গরম এবং সার্বিক দিক বিবেচনা করে ২ ঘন্টা আগেই এ ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা। ধর্মঘট প্রত্যাহারের পর থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল শুরু হয়।

ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

ধর্মঘটের কারণে কক্সবাজার, বান্দরবান জেলা ছাড়াও পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলা রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে এসব উপজেলা থেকে যারা পেশাগত কারণে নিয়মিত চট্টগ্রাম শহরে যাতায়াত করেন, তারা ভোগান্তিতে পড়েন।

চট্টগ্রাম দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুছা বাংলানিউজকে বলেন, প্রচণ্ড গরমে দাবদাহ ও সার্বিক দিক বিবেচনা করে সকাল ৬ টা থেকে শুরু হওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব নির্ধারিত ধর্মঘট ২ ঘন্টা আগেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিকেল চারটার পর থেকে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।