ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসিতে শেখ রাসেল দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
আইআইইউসিতে শেখ রাসেল দিবস উদযাপন বক্তব্য দেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইইউসি) ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়েছে।  

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় আইআইইউসি ক্যাম্পাসে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেখ রাসেল দিবস উদযাপন শুরু হয়।

পরে আইআইইউসি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

তিনি বলেন, ‘আমি মায়ের কাছে যাবো, আমাকে মায়ের কাছে নিয়ে যাও’। ঘাতকদের হাতে নির্মমভাবে হত্যা হওয়ার পূর্ব মূহুর্তে শিশু রাসেল ঘাতকদের উদ্দেশ্যে এভাবেই আকুতি করেছিল। শেখ রাসেল মাত্র ১০ বছরের ছোট্টো শিশু ছিল, যখন তাকে পরিবারের অন্যান্য সদস্যের সাথে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য ও নিকটাত্মীয়দের হত্যার পর ঘৃণ্য ঘাতকরা চিন্তা করেছিল, শিশু রাসেল বেঁচে থাকলে একদিন সেও বঙ্গবন্ধুর আদর্শের একজন হবে। তাই তাকেও হত্যা করে বর্বর ঘাতকরা নিষ্ঠুরতার সর্বোচ্চ পরিচয় দেয়। নিষ্পাপ শিশু রাসেল যেন আমাদের আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতের প্রেরণা হয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তিনি বলেন, পুরো পরিবারসহ ১০ বছরের ছোট্টো ভাই হারানোর শোক বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না।

সভায় আরও বক্তব্য দেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন ড. সামীমুল হক চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, রেজিস্ট্রার এ এফ এম আক্তারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ডিভিশন ও অফিসসমূহের পরিচালকবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।  

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ইসলাম অ্যান্ড ইন্টাররিলিজিয়াস ডায়ালগের (বিআরসিআইআইডি) পরিচালক ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মো. ছরোয়ার আলম।  

সভা শেষে শেখ রাসেল সহ ১৯৭৫ এর ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।