চট্টগ্রাম: নাজিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজের বিরুদ্ধে ফটিকছড়ি উপজেলার বাবুনগর বোর্ড স্কুল এলাকায় হুমকি ও ভয়ভীতি দেখিয়ে একটি পুকুর দখলের অভিযোগ করা হয়েছে।
গত রোববার (১৭ নভেম্বর) ফটিকছড়ি থানায় জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের রেডিয়েশন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএফএম কামাল উদ্দিন অভিযোগ করলে জানা জানি হয় মঙ্গলবার (১৯ নভেম্বর)।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বাংলানিউজকে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে যে অবস্থায় পুকুর আছে, সেই অবস্থায় বর্তমানে রয়েছে।
ডা. এএফএম কামাল উদ্দিন অভিযোগে বলেন, বাবুনগর বোর্ড স্কুল এলাকায় মওলানা খলিলুর রহমান সাহেবের বাড়ির একজন উত্তরাধিকারী, গত বেশ কয়দিন যাবত আমাদের পৈতৃক বাড়ির পুকুরে মৃত মো. শাহ আলমের ছেলে মো. মাসুদ ও তার ভাই মো. রাশেদ অবৈধভাবে মাছচাষ করে আসছে। বিগত স্বৈরাচার সরকারের সহযোগিতায় তারা বিভিন্ন সময় নানা রকম অপকর্ম ও আমার বৃদ্ধ চাচি ও আমার চাচাত বোনকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে আসছে। কাজের প্রয়োজনে আমাদের সবসময় ঢাকায় অবস্থান করতে হয়। দুজন নারী বাড়িতে অবস্থান করার সুযোগে তারা বিভিন্ন রকম হুমকি-দামকি ও ভয়ভীতি দেখিয়ে তাদের সবসময় তটস্থ রেখেছে। রোববার (১৭ নভেম্বর) সকাল নয়টার সময় তারা বহিরাগত লোকজন এনে আমাদের ব্যক্তি মালিকানাধীন পুকুরের সব মাছ উত্তোলন করেছে। এই পুকুরে তাদের কোনো অংশ বা মালিকানা নেই।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে মাসুদ পারভেজ বাংলানিউজকে বলেন, পুকুরটি গত ২০ বছর ধরে দখল করে আছেন। সেখানে আমাদের মালিকানা রয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী বাংলানিউজকে বলেন, অভিযোগ যে কেউ করতে পারেন, কিন্তু সেটা যাচাই-বাছাই করতে হবে। পুকুর দখলের অভিযোগের বিষয়ে তদন্ত করে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। যুবদলের মধ্যে কোনো দখলবাজ ও চাঁদাবাজের স্থান হবে না।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এমআই/টিসি