ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর জনসভা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
প্রধানমন্ত্রীর জনসভা শুরু ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভা শুরু হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় আনোয়ারা উপজেলার কেইপিজেড মাঠে এ জনসভা শুরু হয়। পরে সকাল ১০টায় আগত অতিথিরা আসন গ্রহণ করেন।

সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দিবেন।  

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাত করবেন। ১১ টা ৫০ মিনিটে অতিথিরা বক্তব্য দিবেন। বেলা ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন।

জনসভা শুরুর আগ থেকে সমাবেশস্থলে নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে। মিছিলে মিছিলে কানায় কানায় পূর্ণ হতে শুরু করে কেইপিজেড মাঠ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় স্থানীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে জনসভা শুরু হয়।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।