ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাজীব, সম্পাদক মামুন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাজীব, সম্পাদক মামুন  ...

চট্টগ্রাম: টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম (টিসিজেএ)’র দ্বি-বার্ষিক নির্বাচনে চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র ভিডিও জার্নালিস্ট শফিক আহমেদ সাজীব চতুর্থবারের মত সভাপতি ও সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী, নির্বাচন কমিশনার এস এম আজিজুল কদির ও মো. সেলিম উল্লাহ’র তত্ত্বাবধানে শুক্রবার (১ মার্চ) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।

এসময় সাধারণ সভার সভাপতি মো. ফরিদ উদ্দিন ও টিসিজেএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচিতরা হলেন- সভাপতি শফিক আহমেদ সাজীব (চ্যানেল টোয়েন্টিফোর), সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর (বাংলাভিশন), সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন (সময় টিভি), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর (ইন্ডিপেনডেন্ট টিভি), অর্থ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মো. জহিরুল ইসলাম (একাত্তর টিভি), সাংগঠনিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) বাসু দেব (জিটিভি), দপ্তর সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মো. পারভেজ রহমান (এখন টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সাইমুন আল মুরাদ (দীপ্ত টিভি), নির্বাহী সদস্য (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মো. নুর হাসিব ইফরাজ (একুশে টিভি), মো. সাইফুল ইসলাম (বাংলাভিশন), রবিউল হোসেন টিপু (মাছরাঙা টিভি)।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।