ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সদস্য পাঠ মূল্যায়ন পরীক্ষায় প্রথম চট্টগ্রামের আসরার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
সদস্য পাঠ মূল্যায়ন পরীক্ষায় প্রথম চট্টগ্রামের আসরার ...

চট্টগ্রাম: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সারা বাংলাদেশের ‘সদস্য পাঠ মূল্যায়ন পরীক্ষা ২০২৪’-এ প্রথম হয়েছে চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্র শিবিরের আসরার হামিদ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্র শিবির এই ফলাফল প্রকাশ করে।

সদস্য পাঠ মূল্যায়ন পরীক্ষায় সারাদেশ থেকে হাজার হাজার শিবিরের সদস্য পরীক্ষায় অংশগ্রহণ করে।

২৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠানের মাধ্যমে প্রথম থেকে দশম স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে।

 

আসরার হামিদ প্রথম স্থান অধিকার করায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম।

জনশক্তিকে জাহেলিয়াতের সব চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির নিয়মিত নানামুখী প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। তারই অংশ হিসেবে সদস্যদের পাঠ মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।