ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিখোঁজ বিদেশি নাবিকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ১০, ২০২৪
নিখোঁজ বিদেশি নাবিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: বাণিজ্যিক জাহাজ এমটিটি সাপানগারের নাবিক, মালয়েশিয়ান নাগরিক মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।  

শুক্রবার (১০ মে) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘জয় বাংলা’চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কিছুটা দূরে ভেসে থাকা মরদেহটি খুঁজে পায়।

 

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সুয়াইব বিকাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ওই নাবিক গত ৮ মে সকাল সোয়া আটটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের ডেকে কাজ করার সময় সাগরে পড়ে নিখোঁজ হন।

কোস্ট গার্ড এরপর থেকে তাকে উদ্ধারে জাহাজা ও বোট নিয়ে ব্যাপক অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে। সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়েছিল।  

মালয়েশিয়ান নাবিকের মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১০, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।