ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুরোনো গ্রেনেড নিয়ে খেলছিল শিশুরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মে ১৯, ২০২৪
পুরোনো গ্রেনেড নিয়ে খেলছিল শিশুরা ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ব্রিটেনে তৈরি পুরোনো গ্রেনেড নিয়ে খেলছিল শিশুরা। স্থানীয় লোকজন তা দেখে আতঙ্কিত হয়ে ফোন দেন ৯৯৯ নম্বরে।

ছুটে আসে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধার করা হয় গ্রেনেড।
তারপর বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিস্ক্রিয় করে।  

রোববার (১৯ মে) সীতাকুণ্ডের সকালে সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার তমিজউদ্দিন সেরাং বাড়ির উঠান থেকে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ। বিকেল ৪টা ৪০ মিনিটে গ্রেনেডটি নিস্ক্রিয় করা হয়।  

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমি দ্রুত পুলিশ পাঠাই ঘটনাস্থলে। পুলিশ জানায় একটি গ্রেনেড, তবে অনেক পুরোনো। তাতে লেখা ছিল এটি ব্রিটেনে তৈরি। যেহেতু গ্রেনেড তাই আমরা লিখিতভাবে বোম ডিসপোজাল ইউনিটকে জানাই। তারা এসে বিকেলে গ্রেনেডটি নিস্ক্রিয় করে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গ্রেনেডটি অনেক পুরোনো ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের। মূলত পুকুর খননের মাটির সঙ্গে ওই গ্রেনেড উঠে আসে। পরে শিশুরা তা দিয়ে খেলছিল।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১৯, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।